এমআরএ’র সাথে এমএফআই এর নির্বাহী প্রধানদের মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থার রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সাথে রাজশাহী অঞ্চলের এমআরএ এর সনদপ্রাপ্ত এমএফআই এর নির্বাহী প্রধানদের মতবিনিময় সভা শনিবার শাপলা প্রধান কার্যালয় কনফারেন্স হল (এনেক্স-১) রাজশাহীতে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (রেজিস্ট্রেশন) আইয়ুব খান। মতবিনিময় সভায় এমআরএ এর প্রতিনিধিসহ রাজশাহী অঞ্চলে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধানগণ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় কর্মরত এনজিও এর উন্নয়ন কার্যক্রম, প্রকল্প এর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করনীয় সম্পর্কে আলোচনা এবং এমআরএ কর্তৃক দিক নির্দেশনা প্রদান করা হয়। আলোচনা শেষে সকলে মিলে দোয়া ও ইফতারিতে অংশগ্রহণ করেন।