রাজশাহী সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে রাজশাহী নগরীর গণকপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্যের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকিসহ রাজশাহী সিটি প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ। সভায় উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকদের কল্যাণে এবং সাংবাদিক স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে সাংবাদিকরা কোন সমস্যায় পড়লে সবাইকে একসাথে এগিয়ে আশার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।