বিভিন্ন স্থানে দোয়া ও ইফতার মাহফিল

বাঘা
বাঘা প্রতিনিধি জানান, বাঘায় মুললিম এইড বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বাঘা শাখার কার্যলয়ে বিকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখার উদ্যোগে আলোচনা সভায় মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখার ব্যবস্থাপক অজগার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বানিয়াপাড়া জামে মসজিদের পেশ ইমাম শরিউতল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম। আলোচনা সভায় বক্তারা বলেন ইসলামী শরীয়া ও কুরআন হাদিসের ওপর আলোচনা করা হয়।
আত্রাই
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সরকারি মোল্লাহ আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু।
রাণীনগর
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগর থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাণীনগর থানা প্রাঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, অফিসার ইনচার্জ (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়াসহ থানার সকল অফিসার-ফোর্স।