বাঘায় এখনও গ্রেপ্তার হয়নি শিশু ধর্ষণ মামলার আসামি

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি জয়কে গত চারদিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শিশুটি চারদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ বুধবার দুপুরে বাঘা পৌর এলাকার চক ছাতারী গ্রামের জৈনক ব্যক্তির শিশু মেয়ে বাঘা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে বাসায় একা পেয়ে ঐ গ্রামের আবু হানিফের ছেলে জয় আহম্মেদ (১৮) জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ঐ শিশুর বাবা জয়কে আসামি করে বাঘা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলেও বাঘা পুলিশ আসামি জয়কে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
এই মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার এসআই আবুল কালামের সাথে কথা বললে তিনি বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে পেলেই আমরা গ্রেপ্তার করব। এ বিষয়ে শিশুর বাবা সাথে কথা বললে তিনি বলেন, আমার মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে, তার অবস্থা আশঙ্কাজনক।