ঢাকা | মার্চ ২৪, ২০২৫ - ১২:০০ পূর্বাহ্ন

পাবনায় র‌্যাবের অভিযানে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট: Saturday, March 22, 2025 - 11:57 pm

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় সংঘঠিত গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল।

শনিবার পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার  মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল আটঘরিয়া উপজেলার নাদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম (৩০) আটঘরিয়া নাদুয়া এলাকার মাসুদ রানার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বনিবনা না হওয়ায় গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম তার স্ত্রীকে তালাক দেয়। এর পরও তালাক প্রাপ্ত স্ত্রীকে নানাভাবে কুপ্রস্তাব এবং আবার বিয়ের প্রলোভন দিতে থাকে আমিরুল। এক পর্যায় গত ২২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে আমিরুল তার তালাক প্রাপ্ত স্ত্রীকে আবার বিয়ের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আমিরুল তার আরো চার জন বন্ধু তালাক প্রাপ্ত স্ত্রীকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় আটঘরিয়া থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে ওই নারী।