ঢাকা | মার্চ ২৩, ২০২৫ - ১১:৪৭ অপরাহ্ন

দুর্গাপুরে চালের কার্ড বিতরণ নিয়ে কর্মচারীকে মারধর, গ্রেপ্তার-১

  • আপডেট: Saturday, March 22, 2025 - 11:16 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে পৌরসভার এক কর্মচারিকে মারধর ও পৌরসভার অফিসকক্ষ ভাঙচুর করেছে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় মসলেম উদ্দিন (৬০) নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে পৌর এলাকার ধরমপুর গ্রামের একটি পানবরজে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।  মামলার অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার পৌরসভার ৯ নম্বর ধরমপুর ওয়ার্ডের বাসিন্দা মোসলেম তার ছেলে ছাত্রদলের কর্মী পলাশ ও তাদের সহযোগী হানিফ পৌরসভায় এসে ভিজিএফ চালের কার্ড দাবি করেন। এ সময় দায়িত্বে থাকা পৌরসভার নলকূল মিস্ত্রী ও ভারপ্রাপ্ত স্টোর কিপার ইসলাম আলী তাদের কার্ড দিতে অস্বীকৃতি জানালে, তাকে অফিস কক্ষেই মারধর করে এবং পৌরসভার আসবাবপত্র ভাঙচুর করে পালিয়ে যায়।

এই ঘটনায় গত শুক্রবার রাতে পৌরসভার নলকূপ মিস্ত্রি ও ভারপ্রাপ্ত স্টোর কিপার ইসলাম বাদি হয়ে মোসলেম ও তার ছেলে পলাশ ও তাদের সহযোগি আবু হানিফকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদা বলেন, পৌরসভার এক কর্মচারিকে মারধর করেছেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় পৌরসভার কর্মচারি ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে পানবরজে আত্মগোপনে থাকা মসলেম উদ্দিন নামের এক আসামী গ্রেপ্তার করে। পরে তাকে দুপুরেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।