তৃণমূল পর্যায়ে ক্রীড়া অন্বেষণ কর্মসূচি-২০২৫

বিকেএসপি:
অনলাইন ডেস্ক : আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে ক্রীড়া অন্বেষণ ও নিবির প্রশিক্ষণ কর্মসূচি।
আগামী এপ্রিলে দেশব্যাপী শুরু হবে তৃণমূল পর্যায়ে ক্রীড়া অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ৮টি বিভাগের জেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই।
এরি ধারাবাহিকতায় ২১ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুক্তিয্দ্ধু স্মৃতি রাজশাহী জেলা স্টেডিয়ামে ২১টা বিভাগের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে। বাছাই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক খেলোয়াড়দের অন লাইনে ফরম পূরণ করে আনতে হবে। ১৭ এপ্রিল জয়পুরহাট জেলা, ১৮ এপ্রিল নওগাঁ জেলা, ২০ এপ্রিল চাঁপাই নবাবগঞ্জ জেলা, ২১ এপ্রিল রাজশাহী জেলা, ২২ এপ্রিল নাটোর জেলা, ২৩ এপ্রিল পাবনা জেলা ও ২৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলা।
এই কর্মসূচির অধিনে ২১টা ক্রীড়া বিভাগগুলো আর্চারী, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০ থেকে ১৩ বছর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮ থেকে ১২ বছর বয়সী ছেলে ও মেয়ে (বক্সিং ব্যতিত) খেলোয়াড় নির্বাচন করা হবে। নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপি‘র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমুহে প্রথমে এক মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে দুই মাস মেয়াদের আরেকটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রর্শিক্ষণ প্রদান করা হবে।
এখানে উল্লেখ্য যে কোন জেলার খেলোয়াড় যে কোন জেলায় অংশ নিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য একটি মোবাইল নম্বর প্রদান করে হলো ০১৭১৬৯৮৮৩৩৪