ঢাকা | মার্চ ২৩, ২০২৫ - ১১:৩১ অপরাহ্ন

আদিবাসী নারী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, March 22, 2025 - 11:35 pm

স্টাফ রিপোর্টার: কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে ও অক্স্রফাম ইন বাংলাদেশ’র সহযোগিতায় ২ দিনব্যাপী আদিবাসী নারী কৃষকদের অংশগ্রহণে কালটিভেটিং চেঞ্জ প্রকল্পের আওতায় “কৃষি বাস্তুবিদ্যা নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রজেক্ট কোঅর্ডিনেটর সুব্রত পালের সঞ্চালনায় সহায়ক হিসেবে কৃষিবিদ মিজানুর রহমান প্রশিক্ষণ পরিচালনা করেন। আদিবাসী নারী কৃষকদের সংগঠিত করে তাদের ক্ষমতায়ন করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীবাদী দৃষ্টিকোণ থেকে উদ্যোগ গ্রহণ ও স্থানীয় জলবায়ু অভিযোজনের জন্য নারীদের নেতৃত্বে সমাধান তৈরির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

আদিবাসী নারী কৃষকদের জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন করা, স্থানীয় এবং সাংস্কৃতিক উপায়ে নারীদের কৃষি, জলবায়ু প্রতিরোধ এবং টেকসই উন্নয়নে নেতৃত্ব দেয়ার সুযোগ সৃষ্টি করা, নারীবাদী জলবায়ু নীতি ও সংস্কৃতির মাধ্যমে কৃষির ক্ষেত্রে উদ্ভাবনী ও টেকসই সমাধান তৈরি করার পাশাপাশি নারী কৃষকদের মধ্যে সামাজিক আন্দোলনে কীভাবে ভূমিকা রাখতে পারেন তা নিয়ে আলোচনা করা হয়।

তানোরের চান্দুড়িয়া ইউনিয়নের ২০জন আদিবাসী নারী কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীরা এগ্রোইকোলজি, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি, ও মাটির স্বাস্থ্য সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন কৌশল সম্পর্কে জানেন। প্রশিক্ষণটি কৃষির টেকসই উন্নয়ন ও নারীদের নেতৃত্ব উন্নয়নের দিকে নজর দিয়েছে। প্রশিক্ষণার্থীরা জানেন কীভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের বিকল্প পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব।