ঢাকা | এপ্রিল ২, ২০২৫ - ৩:২৩ পূর্বাহ্ন

রমজানে বিএলভির ‘সুপার কম্পিটিশন’ পুরস্কার বিতরণ

  • আপডেট: Friday, March 21, 2025 - 12:39 am

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজানে রাজশাহীতে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের (বিএলভি) উদ্যোগে কুরআন তিলাওয়াত, মুখস্থ ক্বিরাত পাঠ ও বেসিক ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলার মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের মৌপাড়া দাখিল মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘সুপার কম্পিটিশন, রিওয়ার্ড এন্ড গিফটিং প্রোগ্রাম’ শীর্ষক এ প্রতিযোগিতায় উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুল ও মাদরাসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা সাদেকুল আলম।

প্রতিযোগিতায় তিন সদস্যের বিচারক প্যানেলে প্রধান বিচারকেরও দায়িত্ব পালন করেন তিনি। অপর দুই বিচারক হলেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন ও সমাজসেবক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে বিএলভি সদস্য আব্দুল হাফিজসহ প্রতিযোগীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষ প্রতিযোগীতায় দায়িত্ব পালন করা তিন বিচারককে সংগঠনটির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। আগামীতেও এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএলভির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।