রাজশাহী বার সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির ১ নং বার ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী বার সমিতির সভাপতি অ্যাড. আলহাজ আবুল কাসেম।
উপস্থিত ছিলেন বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.জমসেদ আলী, সিনিয়র আইনজীবী মিজানুল ইসলাম, আবু মোহাম্মদ সেলিম প্রমুখ। এছাড়াও মাহফিলে রাজশাহী জজশীপের বিচারকবৃন্দ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বারের মৃত সকল সদস্য আত্মীয় পরিজনের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।