ঢাকা | মার্চ ২১, ২০২৫ - ৪:২৩ অপরাহ্ন

শিরোনাম

ভুট্টুর বালুমহালের লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Friday, March 21, 2025 - 12:45 am

স্টাফ রিপোর্টার: আওয়ামী ফ্যাসীবাদের দোসর হিসেবে পরিচিত সেলিম রেজা ওরফে ভুট্টুর বালুমহালের লাইসেন্স বাতিলের দাবিতে  বৃহস্পতিবার রাজশাহীর জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলিম রেজা ওরফে ভুট্টু দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালু ব্যবসার মাধ্যমে পরিবেশ, নদী ও জনজীবনের মারাত্মক ক্ষতি করে চলেছেন।

তার বালুমহাল পরিচালনায় অনিয়ম, দুর্নীতি এবং স্থানীয় জনগণের প্রতি দমন-পীড়নের অভিযোগও তুলেছেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন এসএম একলাস আহমেদ রনি। এসময় আরও বক্তব্য রাখেন আক্তারুজ্জামান টেনি।

তিনি বলেন, “একটা নিরীহ জনগোষ্ঠীকে জিম্মি করে, প্রশাসনের ছত্রছায়ায় যারা ব্যবসা করে, তারা কখনো জনবান্ধব হতে পারে না। ভুট্টু শুধুই বালু ব্যবসায়ী নয়, সে হলো ক্ষমতার অপব্যবহারের প্রতিচ্ছবি।” বক্তারা আরও বলেন, প্রশাসন যদি ভুট্টুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে।