ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস’ পরিদর্শন পবা ইউএনও’র

  • আপডেট: Friday, March 21, 2025 - 12:32 am

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ৩০ জন বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ‘বীরনিবাস’ তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হুজুরীপাড়া ইউনিয়নের রাধানগর ও তেতুলিয়া গ্রামের ‘বীরনিবাস’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় উপজেলায় ৩০টি অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাস নির্মাণ করা হয়েছে। প্রতিটি বীরনিবাস ৬৩৫ স্কয়ার ফিট জমির ওপর তিনটি বেডরুম, ড্রইংরুম, রান্নাঘর ও দুটি বাথ-টয়লেট আছে।

দশ ইঞ্চি ইটের গাঁথুনিতে ছাদসহ প্রতিটি ঘরে দুটি করে মোট আটটি থাইগ্লাসের জানালা ও একটি করে কাঠের দরজা রয়েছে। সেই সঙ্গে সাবমার্সিবল পাম্প দ্বারা সাপ্লাই পানির ব্যবস্থাসহ শিডিউল অনুযায়ী প্রতি নিবাসে চৌদ্দ লাখ দশ হাজার তিনশত বিরাশি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। সেখানে তারা সুখে-শান্তিতে বসবাস করছেন।

মুক্তিযোদ্ধারা যেন সম্মানের সঙ্গে মানসম্পন্ন বাড়িতে বসবাস করতে পারেন সে লক্ষে সরকারী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।