ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রইছ উদ্দিনের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি প্রফেসর ডা. আতাহার আলী, সহ-সভাপতি হাসেন আলী, প্রফেসর ডা. রইছ উদ্দিন মন্ডল, কোষাধ্যক্ষ এনামুল হক, সাধারণ সম্পাদক প্রফেসর হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মাকসুদুল করিম সম্রাট, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, নির্বাহী সদস্য প্রফেসর ডা: মোহাম্মদ শাহাদত হোসেন রওশন, ডাক্তার ও নার্সসহ সকলে দোয়া ইফতারে উপস্থিত ছিলেন।
এসময় হাসপাতালের প্রয়াত নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।