দেশের বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহবান মিনুর

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের অবস্থা এখন ভাল নয়। প্রায় সব কিছু সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বৃহস্পতিবার রাজশাহী নগরীর ভাড়ালিপাড়ায় ১৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিনু বলেন, দীর্ঘ প্রায় সাড়ে ৭ মাসে সংস্কার করে চলেছেন।
কিন্তু তেমন কোন ফল এখনো আসেনি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পতিত সরকারের দোসরদের সাথে আরেকটি দল যুক্ত হয়েছে। তারা নির্বাচন পেছানোর জন্য পাঁয়তারা করছে।
কিন্তু বিএনপি ও দেশের জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের পরই মা ও সন্তানসহ বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, এই এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবেন। শেষে তিনি আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনাসহ আহতদের সুস্থতা কামনা করেন।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।