ঢাকা | মার্চ ২৩, ২০২৫ - ১০:১৮ অপরাহ্ন

জেলা-উপজেলায় বিক্ষোভ

  • আপডেট: Friday, March 21, 2025 - 10:33 pm

শিবগঞ্জ

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার চালিয়ে নিরীহ মানুষকে হত্যা ও গাজায় হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে শিবগঞ্জ ইসলামী ব্যাংকের সামনে এসব কর্মসূচি পালন করে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান। শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এর আগে ইসলামী ব্যাংকের সামনে মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন আল বশরী সোহান, শাহাদাৎ হোসেন, আসাদুল ইসলাম ও মুকুল আলী প্রমুখ। শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

রহনপুর

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি জানান, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা করে শিশু হত্যা ও নিরীহ নারি পুরুষকে হত্যার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর রহনপুরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলোনিমোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন হিজবুল্লাহ, শিবির নেতা মোত্তাকিম, মাওলানা শাহজালাল, তৌহিদবিন মুফাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম  মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম প্রমুখ।

লালপুর

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, গাজায় ইজরায়েলী হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তৌহিদী জনতা। শুক্রবার বাদ জুম্মা উপজেলার লালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা ত্রিমোহিনী চত্বরে এসে সমবেত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকী, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা ইউসুফ আলী, হাফেজ আশরাফ আলী। সমাবেশ শেষে মাওলানা মা’রুফ বিল্লাহ দোয়া পরিচালনা করেন।

নিয়ামতপুর

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর গণহত্যা ও জম্মু-কাশ্মীর, ভারতে মুসলিম নিপিড়ন এবং মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে গালি প্রদানকারী ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে সাধারণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার পরিষদ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোখলেছার রহমান, মুফতি মোহাম্মদ আসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামি সংস্কৃতিমনা ব্যক্তিরা।

পত্নীতলা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুমা ওলামা মাশায়েখ, ছাত্র ও তৌহিদী জনতার ব্যানারে নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পরে মসজিদের উত্তর প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে মুসলিম তৌহিদী জনতা।

পাবনা

পাবনা প্রতিনিধি জানান, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাবনার উদ্যোগে শুক্রবার বাদ জুমা পাবনা শহরের চাপা বিবি ওয়াকফ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের ইন্দ্রারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।