ঢাকা | মার্চ ২২, ২০২৫ - ৭:৩৯ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

  • আপডেট: Friday, March 21, 2025 - 11:34 pm

স্টাফ রিপোর্টার: গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার জুমার নামাজ শেষে রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন  মুসল্লি ও শিক্ষার্থীরা।

রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাহেব বাজার, মাদ্রাসা মোড়, রাণীবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিক্ষার্থী ও মুসল্লিরা আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তালাইমারী মোড়ে ফিলিস্তিনের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিশেষ দোয়া করা হয়।

ফিলিস্তিনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হয়।