ঢাকা | মার্চ ২১, ২০২৫ - ৩:৪১ অপরাহ্ন

ঈশ্বরদীতে সড়কে প্রাণ গেল বাবা মা ছেলেসহ ৫ জনের

  • আপডেট: Friday, March 21, 2025 - 1:03 am

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিক ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর নামক স্থানে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (২৫), তাদের ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে রাতুল ইসলাম (১৮) ও ঈশ্বরদী উপজেলার রানা হোসেনের ছেলে তোহা (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ।

পুলিশ জানায়, পাবনা শহর থেকে ‘ভলকা’ পরিবহন নামে একটি মিনিবাস ঈশ্বরদী যাচ্ছিল। পথে বাসটির ধাক্কায় ঈশ্বরদী থেকে পাবনাগামী সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশায় থাকা শিশুসহ আরও চারজন।

খবর পেয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুসহ একই পরিবারের তিনজনকে মৃত ঘোষণা করেন।

আর একজন রাজশাহীতে নেওয়ার পথে মারা গেছেন।  আহত ব্যক্তি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছেন।