ঢাকা | মার্চ ২১, ২০২৫ - ৪:০৪ অপরাহ্ন

শিরোনাম

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশ

  • আপডেট: Friday, March 21, 2025 - 12:47 am

স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখা নগরীর আলুপট্টি থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জিরোপয়েন্ট এসে শেষ হয়। পরে সেখানেই হয় বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন, কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন।

বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু যখনই ফিলিস্তিনের ওপর হামলা হয়, তখন সবাই নিশ্চুপ। যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে।

নেতারা ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করার জন্য পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। মিছিলে জামাতের মহানগরীর নেতাকর্মীরা ছাড়াও ছাত্র শিবিরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন।