ঢাকা | মার্চ ২৯, ২০২৫ - ৫:০০ পূর্বাহ্ন

বাঘায় বিএনপির ইফতার মাহফিল

  • আপডেট: Friday, March 21, 2025 - 10:43 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় বিএনপির উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাঘা উপজেলা ও পৌর বিএনপির ও অঙ্গসংগনের উদ্যোগে আলোচনা সভা বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি ও আড়ানী পৌরসভার সাবেক মেয়র শিক্ষক নজরুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি কায়েম উদ্দীন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশাফুদ্দৌলা, উপজেলা জিয়া পরিষদ সভাপতি বাবুল ইসলাম, বাঘা উপজেলা যুবদল সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, চারঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, বাঘা উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি মজিবার রহমান জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচলনা করেন বাঘা উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা।