ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম

দোকানিকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা প্রদান

  • আপডেট: Friday, March 21, 2025 - 12:29 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নিউ মার্কেট কাচাবাজারে আগুনে পোড়া ১২ দোকানিকে অর্থ সহায়তা দিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলোন (বাপা) রাজশাহীর নেতারা।

 বৃহস্পতিবার নগরীর নিউ মার্কেট এলাকায় পরিদর্শন করেন তারা। পরে তাদের হাতে অর্থিক সহায়তা তুলে দেন। এর আগে গত ১৫ মার্চ শনিবার মধ্যরাতে নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পেছনের কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ১৫টি দোকান পুড়ে যায়। এই আগুনে মালামাল পুড়ে ক্ষতির কারণে দোকানিরা পথে বসে যান। তাদের এই খবর পেয়ে সহায়তায় নিয়ে আসেন বাপা ও রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।

এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, আমরা দেখেছি ঈদের আগে এই দোকানিদের ঘর পুড়ে গেছে। এতে তারা পথে বসে গেছে। তাদের কিছুই নেই। অনেকেই আবার বস্তা পেতে বিক্রি শুরু করেছে।

তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা আশা করবো রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, অনান্য সংগঠন, প্রতিষ্ঠান কিংবা বিত্তবানেরা এগিয়ে আসবে। যাতে করে তাদের এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, উপদেষ্টা হাসান মিল্লাত, কাজী শাহেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলোন (বাপার) কেন্দ্রীয় নির্বাহী সদস্য আফজাল হোসেন, উপদেষ্টা প্রকৌশলী মাহমুদ হাসান, সাখাওয়াত হোসেন, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা প্রমুখ। এসময় তারা ১২টি দোকানির পক্ষে অর্থিক সহায়তা গ্রহণ করেন ব্যবসায়ী আলহাজ্জ তাজুল ইসলাম বাচ্চু। রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপা নেতারা তার হাতে অর্থিক সহায়তা তুলে দেন।

Proudly Designed by: Softs Cloud