দুর্গাপুরে চালের কার্ড বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরসভায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার কর্মকর্তা ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
বিবাদীরা হলেন- মৃত আবেদ আলী ছেলে মোসলেম, মোসলেম এর ছেলে পলাশ, আব্দুল মান্নান এর ছেলে আবু হানিফ।
অভিযোগ সূত্রে জানা গেছে- বিবাদী মোসলেম, পলাশ ও হানিফ পৌরসভায় এসে ভিজিএফ চালের কার্ড দাবি করেন। বাদী ইসলাম তাদের কার্ড দিতে অস্বীকৃতি জানালে, তাকে মারধর করে এবং পৌরসভার আসবাবপত্র ভাঙচুর করে পালিয়ে যায়। এই ঘটনায় ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হুদা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।