লালপুরে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের বাড়িতে ছুটে গেলেন ইউএনও

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ি পুড়ে যাওয়া ভ্যানচালকের বাড়িতে আর্থিক সহায়তা ও খোঁজখবর নিতে ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান।
বুধবার ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে ছোরাপ মণ্ডলের ছেলে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ভ্যানচালক মাজেদুল ইসলাম (৪৮)-এর বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের হাতে নগদ পাঁচ হাজার টাকা, তেল, চাল, শুকনো খাবার ও কম্বল তুলে দেন ইউএনও। এ সময় তিনি তার বসতবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন ও সার্বিক সহায়তা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা রাতে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভ্যান চালকের তিনটি বসতঘর, জমির দলিল ও আসবাবপত্র, নগদ টাকা, মুরগি, ছাগল ও উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া উপজেলার মোহরকয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাঁস খামারিকেও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এ বিষয়ে ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়া আবেদনের প্রেক্ষিতে ঘর নির্মাণে সাহায্য করা হবে।