ঢাকা | মে ১৪, ২০২৫ - ১০:০৯ অপরাহ্ন

গোমস্তাপুরে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Thursday, March 20, 2025 - 11:05 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে যাত্রীদের গাছের সাথে বেঁধে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানে পুলিশ ১টি অটোরিকশা ভ্যান ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের এনামূল হকের ছেলে দেলোয়ার  হোসেন (২৪) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ওয়াসিম (২৮), তহরুল ইসলামের ছেলে তৌহিদ আলী ওরফে সুজন (২৬), পলাশবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে লালচান (৩২), মোবারকপুর গঙ্গারামপুর গ্রামের মৃত সাইফুদ্দীনের ছেলে দিনুল ইসলাম (৪৩) ও মোবারকপুর দানিয়ালপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে আনারুল (৫২)।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ১১ মার্চ সন্ধ্যা ৭ টার সময় গোমস্তাপুর থেকে বিয়ের দাওয়াত  খেয়ে অটোভ্যানযোগে ৭ জন যাত্রীকে বাড়ি ফেরার পথে গোমস্তাপুরের এনায়েতপুর-নজলপুর নামক স্থানে যাত্রীদের গাছের সাথে বেঁধে ডাকাতি করে।

এসময় ডাকাতদল তাদের কাছ থেকে স্বর্ণের কানের দুল, চুরি, নাকফুল, মোবাইল, অটোভ্যান, নগদ টাকাসহ  প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ডাকাতির মামলা হয়। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ তথ্য উপাত্তের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের স্বীকারোক্তিতে ছিনতাইকৃত  ১ টি অটোরিকশা ভ্যান ও মোবাইল উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS