৩১ দফা বাস্তবায়ন হলেই জনগণের দাবি-দাওয়া পূরণ হবে: মিলন

মোহনপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য যে ৩১ দফার কর্মসূচি দিয়েছেন; সেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে অবশ্যই বাংলাদেশের সকল মানুষের দাবি-দাওয়া পূরণ হবে।
আজ বৃহস্পতিবার বিকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোহনপুর উপজেলার কেশরহাটে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শফিকুল হক মিলন বলেন, বিগত ফ্যাসিস সরকারের আমলে সারা বাংলাদেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। ভোট শুধুমাত্র একজনের ছিল, সে হল শেখ হাসিনার ভোট। শেখ হাসিনা যাকে চেয়েছে সে নির্বাচিত হয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই শেখ হাসিনার আজ্ঞাবহ হয়েছিল। শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মিথ্যা মামলা দেয়া হয়েছিল। কেশরহাট অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশের বিএনপি নেতা-কর্মীদের বাসা-বাড়িতে থাকতে দেয়া হয়নি। মানুষকে খুন, গুম, লুট, ঘুস সহ নানা অপরাধের কারণে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য যে ৩১ দফার কর্মসূচি দিয়েছেন। সেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশের সকল মানুষের দাবি-দাওয়া পূরণ হবে। তাই যত দ্রুত সম্ভব দেশে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, পবা উপজেলার নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি মুকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, যুগ্ম আহবায়ক লিটনসহ প্রমুখ। ইফতার পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।