সড়কে পবা তারাশ ও জয়পুরহাটে প্রাণ ঝরলো পাঁচজনের

স্টাফ রিপোর্টার: পৃথক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর পবায় একজন, সিরাজগঞ্জের তারাশে দু’জন ও জয়পুরহাটের কালাইয়ে দু’জনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। পবা প্রতিনিধি জানান, রাজশাহীর পবায় ইটবাহী ট্রলির নিচে পড়ে মেম জান (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবার বায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেম জানের স্বামীর নাম মফিজ উদ্দিন। তিনি বায়া বটতলা এলাকার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পারাপার হওয়ার সময় ইটের ট্রলির নিচে পড়ে আহত হন মেম জান। পরে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মেম জানকে ধাক্কা দেয়া ট্রলিটি তারা শনাক্ত করতে পারেননি। আইনি প্রক্রিয়া শেষে মেম জানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর খাদে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক অজ্ঞাত যুবক। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে রাকিব হোসেন (২০) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে বাবু সেখ (২০)। স্থানীয় ইউপি সদস্য রাজিব সরকার রাজু বলেন, কৃষি জমিতে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বিনোদপুর বাজার থেকে তেল কিনে ফিরছিলেন ওই তিন যুবক। ট্রাক্টরটি কুসুম্বি গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। তাড়াশ থানার ওসি নাজমুল কাদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির কারণে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তার সহযোগীর মৃত্যু হয়। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি নিহতের পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত দুজন আহত হয়েছেন।
বুধবার বিকালে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ওসি জাহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, কালাই উপজেলার ভূগোল গ্রামের মৃত শাহাবুদ্দিন মন্ডলের ছেলে ইদ্রিস মন্ডল (৬৫) ও একই গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোফাজ্জল মন্ডল (৪২)।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ভূগোল গ্রাম থেকে ব্যাটারিচালিত একটি অটোভ্যান দুজন যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন।
অপরদিকে প্রাইভেটকার বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে প্রাইভেটকার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে অটোভ্যানের দুই যাত্রী নিহত হন। কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, প্রাইভেটকার ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকার চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।