বাঘায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার চকছাতারী এলাকায় এই ঘটনা ঘটেছে। শিশুর মা বাদি হয়ে গত বুধবার রাতে থানায় এ মামলাটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮) নামের এক যুবক ১শ টাকার লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে।
কিছুক্ষণ পর মেয়ের মা বাড়িতে আসলে জয় পালিয়ে যায়। পরে তার পরিবারকে বিষয়টি অবগত করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় ওইদিন রাতে জয় হোসেনকে আসামি করে বাঘা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন শিশুটির মা। এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য বৃহস্পতিবার শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে জয় পলাতক। আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।