বাঘায় শাশুড়িকে হত্যা মামলায় জামাই গ্রেপ্তার

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় শাশুড়িকে হত্যা মামলার আসামি জামাই শাকিল আহমেদ তছিকুলকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার হেদাতিপাড়া এলাকায় র্যাব-৫-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। শাকিল আহমেদ তছিকুল উপজেলার নিশ্চিন্তিপুর গ্রামের সাদু ফকিরের ছেলে। শাশুড়ি রেহেনা বেগম বাজিতপুর গ্রামের মৃত রাহাত মালের মেয়ে।
র্যাবের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাদু ফকিরের ছেলে ২০২৩ সালের ৩ আগস্ট রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল শাকিল আহমেদ তছিকুলের। বিয়ের পর থেকে মনিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শাকিল। একপর্যায়ে মনিকা মায়ের বাড়ি চলে গেলে ক্ষিপ্ত হয়ে ২০২৪ সালের ২৭ এপ্রিল শ্বাসরোধ করে ও ধারালো দা দিয়ে কুপিয়ে শাশুড়ি রেহেনা খাতুনকে হত্যা করে।
এরপর মরদেহ বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শাকিল। এ বিষয়য়ে বাঘা থানায় ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।