ঢাকা | মার্চ ২৮, ২০২৫ - ৪:২৮ পূর্বাহ্ন

চাঁপাইয়ে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • আপডেট: Thursday, March 20, 2025 - 11:23 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রিপন আলী (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদয়ে ৬ মাস করাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে দায়রা জজ মিজানুর রহমান দণ্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন। রিপন চাঁপাইনবাবগঞ্জর নতুন ইসলামপুর মহল্লার আব্দুল গফুরের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ৭ অক্টোবর মহারাজপুর মেলার মোড় থেকে র‌্যাবের হাতে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ আটক হন রিপন। এ ঘটনায় ওইদিন মামলা করে র‌্যাবের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন।

২০২১ সালের ১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক ওবাইদুল হক রিপনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন।

Proudly Designed by: Softs Cloud