ঢাকা | মার্চ ২৮, ২০২৫ - ৪:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোদাগাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট: Thursday, March 20, 2025 - 12:54 am

গোদাগাড়ী প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মৃত নেতাকর্মী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় রিশিকুল ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গোগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গোগ্রাম মাদ্রাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ)  শরীফ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী জেলা বিএনপি সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল জলিল রবু, কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হবিবুর রহমান, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপিত আব্দুর রউফ দিলিপ, দেওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাই টুনু, গোদাগাড়ী ইউনিয়ন বিএনিপর সভাপতি মাহিদুল রহমান বাক্কার, রিশিকুল ইউনিয়ন বিএনপির সভাপিত হযরত আলী আকবর, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, গোদাগাড়ী উপজেলা যুদলের আহ্বায়ক মাসুদ রানা, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবর রহমান বিপ্লব, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, রাকিব রাজিব, যুব নেতা হিমেলা, গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কোরবান আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মীবৃন্দ।

Proudly Designed by: Softs Cloud