ঢাকা | মার্চ ২১, ২০২৫ - ১:৫৯ অপরাহ্ন

আত্রাইয়ে চোরাই অটো চার্জার ভ্যানসহ তিনজন আটক

  • আপডেট: Thursday, March 20, 2025 - 11:02 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে বগুড়ার সান্তাহার থেকে তিনজন ভ্যান চোরকে আটক করেছে।

এসময় চোরাই দুটি অটো চার্জার ভ্যান উদ্ধার করে পুলিশ। গত বুধবার আত্রাই উপজেলার মহাদীঘি এলাকা থেকে ভ্যানগুলো চুরি হয়। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন বলেন, বুধবার উপজেলার মহাদীঘি এলাকা থেকে দুটি অটো চার্জার ভ্যান চুরি হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই বগুড়ার সান্তাহার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চুরি যাওয়া দুই অটো চার্জার ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো-বগুড়ার সান্তার এলাকার উথরাইল গ্রামের শেখ মোহাম্মদের ছেলে আবু বক্কর, সান্তাহার চকসাবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে নান্টু দেওয়ান ও নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম। তাদের বিরুদ্ধে রাতেই ভ্যান চুরির ঘটনায় মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।