ঢাকা | মার্চ ২২, ২০২৫ - ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম

গবেষণা ও উদ্ভাবনে কৃতীদের আর্থিক প্রণোদনা দিলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি

  • আপডেট: Wednesday, March 19, 2025 - 11:11 pm

প্রেস বিজ্ঞপ্তি: গবেষণা ও উদ্ভাবনে কৃতীত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দিয়েছে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিসার্স সোসাইটি আয়োজিত রিসার্স অলিম্পিয়ার্ড-২০২৪ এ অসাধারণ কৃতীত্বের জন্য শিক্ষার্থী রাসেল মাহমুদ রাব্বি (১ম স্থান), আশিক আহমেদ ও তাসনিনা জামান (যৌথভাবে ৭ম) এবং রাবির বিজ্ঞান মেলা ২০২৪-এ মোবাইল অ্যাপস আইডিয়া কনটেস্ট এ চ্যাম্পিয়ন হওয়ায় শিহাব খন্দকার রিফাত, শাপলা আরা ও নাহিদ আলমকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

এছাড়া ২০২৩ রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় ‘স্মার্ট চাষি’ প্রজেক্ট চ্যাম্পিয়ন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে ওই টিমকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে অর্থ বরাদ্দ দেয়া হয়।