ঢাকা | মে ১৩, ২০২৫ - ১১:৪৬ অপরাহ্ন

ইউক্রেন নিয়ে দেড় ঘণ্টার বেশি সময় ট্রাম্প-পুতিনের ফোনালাপ

  • আপডেট: Wednesday, March 19, 2025 - 12:36 pm

অনলাইন ডেস্ক: ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেড় ঘণ্টার বেশি সময় ফোনে আলাপ হয়েছে। বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।

বাংলাদেশ সময় রাত আটটায় দুই প্রেসিডেন্টের কথোপকথন শুরু হয়। গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি ছিল দ্বিতীয় ফোনালাপ। আলোচনার মূল এজেন্ডা যে যুদ্ধ এবং যুদ্ধবিরতি হতে যাচ্ছে সেই ধারণা আগেই দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইউক্রেনে একটি ৩০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের প্রস্তাবে ইউক্রেন সম্মত হলেও স্বল্পমেয়াদী চুক্তিতে অনীহা রয়েছে রাশিয়ার।

এর আগে রোববার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেন ইস্যুতে মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি।

পরে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছিল রাশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত নয়টা) নাগাদ কথোপকথন শুরু হতে পারে।

রোববার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে যাত্রাপথে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে কথোপকথনে ভূমি ও বিদ্যুৎকেন্দ্রের বিষয়গুলো সামনে আনতে চান তিনি। সে সময় তিনি বলেন, দেখি যুদ্ধের ইতি টানা যায় কি না। হয়তো আমরা পারবো, হয়তো পারবো না। তবে একটা ভালো সুযোগ রয়েছে বলে মনে করি।

Hi-performance fast WordPress hosting by FireVPS