ঢাকা | মার্চ ১৮, ২০২৫ - ১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

পোরশায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 12:32 am

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেয়া হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নিতপুর খাদ্য গুদামে ডিলার নিয়োগের লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান।

লটারিতে ছয় ইউপিতে ৭১ জন আবেদনকারীদের মধ্যে প্রত্যেক ইউপিতে ২ জন করে ১২ জন ডিলার নিয়োগ দেয়া হয়। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমানসহ আবেদনকারীগণ উপস্থিত ছিলেন।