ঢাকা | মার্চ ১৮, ২০২৫ - ৯:২৪ পূর্বাহ্ন

শহিদ জিয়ার সৈনিকরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না: মিনু

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 1:14 am

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আগামী দিনে শহিদ জিয়ার সৈনিকরা আল্লাহ ছাড়া বিদেশি কোনো দখলদার শক্তির কাছে মাথা নত করবে না।

সে পাকিস্তান হোক, ব্রিটিশ হোক আর ভারতই হোক। তাই বিএনপি কারো কাছে কোনদিন মাথা নত করেননি, আগামীতেও করবে না।

গতকাল সোমবার রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মিনু আরও বলেন, যারা জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধভাবে দল ও দেশ রক্ষা করবে। আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে হাতে হাত রেখে কাজ করবে।

বেগম খালেদা জিয়া সবসময় মা বোনদের শক্তিশালী করার জন্য কাজ করেছেন। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথির বক্তব্যে রাসিকের সাবেক মেয়র ও বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আগামীর বাংলাদেশ সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গড়তে হবে।

একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য বিএনপি নেতাকর্মীসহ সবাইকে এক সাথে সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।

নগরীর ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম।

উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।