লালপুরে ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন আনন্দময় করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়। এসময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনের নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া সভায় সিদ্ধান্ত হয় ঈদের দিন জাতীয় পতাকা উত্তোলন, ঈদের প্রধান জামাত উপজেলা মডেল মসজিদ ও লালপুর থানা মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। হাসপাতাল, হাজতখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সেই সাথে বিনোদন কেন্দ্র গ্রিনভ্যালি পার্কে এতিম ও দুস্থ পথশিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয়া হবে।