রাজশাহীতে খাদ্য গুদামের ভবন নির্মাণ টেন্ডারে অনিয়ম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খাদ্য গুদামের ভবন নির্মাণ টেন্ডারে নানা অনিয়ম দুর্নীতির করে আওয়ামী লীগপন্থীদের ও সাবেক খাদ্য মন্ত্রী সাধন মজুমদারের ঘনিষ্টজনকে কাজ দেয়ার প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ঠিকাদাররা। মঙ্গলবার দুপুরে নগরীর ভূবন মোহন পার্কে সিটি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার কোরবান আলী সরকার অভিযোগ করেন, গত ২৭ নভেম্বর ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশ খাদ্য গোদামের ভবন নির্মাণ প্রকল্পের আহবান করা হয়। যার স্মারক নং ১৩.০১.০০০০.৩৬৬. ০২৭.২৪-৯৭৩। যেখানে সারা দেশ থেকে অনেক ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করে। আমিও স্বাভাবিকভাবে ওই টেন্ডার অংশগ্রহণ করি। আমার ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম ‘টেকবে ইন্টারন্যাশনাল’।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকারের সেই দুর্নীতিবাজ কর্মকর্তা খাদ্য অধিদপ্তরের প্রজেক্ট ডাইরেক্টর আমিনুল ইসলামের যোগসাজসে সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের খাসলোক দেওয়ান আলী আকবরের (উঅঅ) ও ঝঞ ঔঠ ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়। যা সম্পন্ন নিয়মবহির্ভূত।
কারণ এই উঅঅ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেওয়ান আলী আকবর এর বিরুদ্ধে বৈষমবিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে একাধিক থানায় মামলা রয়েছে। তবুও কোন কিছুর তোয়াক্কা না করে খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক গোপনে বুকভ্যালু জানিয়েছেন এবং সবচেয়ে কমরেট প্রদান করেছে। অথচ স্বাভাবিকভাবে আমার প্রতিষ্ঠান দ্বিতীয় কমরেট প্রদান করেছে। আমার প্রশ্ন হল, একজন দুর্নীতিবাজ মন্ত্রী ছত্রছায়া এখনো রাজত্ব করছে ?
একাধিক মামলার আসামি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিরোধিতা করা এই দেওয়ান আলী আকবর কিভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে? এর সাথে দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই অপরাধীদের আইনের আওতায় এনে মুখোশ উন্মোচন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।