ঢাকা | মার্চ ১৮, ২০২৫ - ৬:৫৯ পূর্বাহ্ন

বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির আভাস রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 1:12 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলার আশেপাশের উপজেলাগুলোতে বৃষ্টিপাত হয়েছে। তবে কৃষি অফিস বলছে, এই বৃষ্টিপাতে আম, ধান, গমসহ সব ফসলের উপকার হবে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ১১ টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গত রোববার দিবাগত রাত থেকে রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। গতকাল সোমবার সকালে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের ফলে দিনের তাপমাত্রা কমতে পারে।

ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাগর আলী বলেন, প্রায় ২০ মিনিটের মতো বৃষ্টিপাত হয়েছে। শীতের শেষে এমন বৃষ্টির পানি ভালোই ঠান্ডা ছিল। বৃষ্টিতে ভিজে গেছি; বাড়িতে যেতে হবে পোশাক পরিবর্তনের জন্য।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আনোয়ারা বেগম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিস এলাকায় তেমন মাপযোগ্য বৃষ্টিপাত হয়নি। আকাশে মেঘ রয়েছে। দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহীতে  সকাল ১০টার দিকে একটু বৃষ্টি হয়েছে। যা বৃষ্টি হয়েছে সেটি নাম মাত্র। এর ফলে দিনে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত রেকর্ড করার মতো বৃষ্টি হয়নি। তিনি আরও বলেন, গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯ টায় বাতাসের আদ্রতা ছিল ৫৫ শতাংশ। বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। তবে আকাশে মেঘ থাকলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে রাজশাহীতে গত কয়েকদিনের তাপসাত্রা ছিলো ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ফলে রমজানের মধ্যে প্রচণ্ড গরম অনুভব করছিলো রাজশাহীবাসী। টানা দাবদাহের পরে গতকাল সোমবার সকালে সামান্য বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে। উপকার হয়েছে আমসহ বেশকিছু ফসলের।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, এই বৃষ্টি আমের জন্য ভালো। আমের বোটা শক্ত হবে। দীর্ঘদিন খড়ার পরে হালকা বৃষ্টি হলো। তবুও চাষিদের আমের বাগানে সেচ দিতে হবে। এছাড়া অন্যসব ফসলের জন্য উপকার হবে।

এদিকে দেশের ১৩টি জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এছাড়া কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। গতকাল সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।