বগুড়ায় দুই শিশুকে ধর্ষণকারী নুরু রিমান্ডে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নুরুল ইসলাম নুরুকে দুদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক সুমাইয়া সিদ্দিকা শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আসামি নুরুল ইসলাম নুরু আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১১টার দিকে বগুড়া ডিবি পুলিশ নুরুকে আদালতে নিয়ে আসে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা নুরুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে নুরুকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মার্চ) মুখরোচক খাবার দেয়ার প্রলোভনে দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে নুরুল ইসলাম নুরু। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়।
অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা করা হয়।