ঢাকা | মার্চ ১৯, ২০২৫ - ৪:৫৬ পূর্বাহ্ন

পবার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 11:11 pm

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার তিনটি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার হড়গ্রাম, পারিলা ও বড়গাছী ইউনিয়নের অতিদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

সঠিক প্রাপ্যদের ও বরাদ্দের সঠিক ওজন পাচ্ছে কিনা তার খোঁজ-খবরসহ এই তিনটি ইউনিয়ন পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ক অফিসার প্রকৌশলী আবু বাশির। হড়গ্রাম ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। এখানে ১ হাজার ১৬৪ জন অতিদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

পারিলা ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সাইদ আলী মুর্শেদ। এসময় উপস্থিত ছিলেন সচিব নুশরাত জাহান, ট্যাগ অফিসার ইয়াকুব আলীসহ ইউপি’র সদস্য কাসেম আলী, জাবেদ আলী প্রমুখ।

এই ইউনিয়নে ১ হাজার ১৭১ জন অতিদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়। এদিন এছাড়াও বড়গাছী ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সচিব রাসেদুল ইসলাম, ট্যাগ অফিসার পবা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইদুর রহমানসহ ইউপি’র সদস্যবৃন্দ। এই ইউনিয়নে ১ হাজার ১৭৭ জন অতিদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।