ঢাকা | মার্চ ১৯, ২০২৫ - ৬:১৯ পূর্বাহ্ন

নগরীতে ডেভিল হান্টের ১ জনসহ গ্রেপ্তার ২০

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 11:25 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ আরএমপি থানা ও ডিবি পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৯ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে ১০ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী হোসেন আলী (৩৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।