ঢাকা | মার্চ ১৯, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 11:09 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা জেলা শাখার উদ্যোগে পবা উপজেলার দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার পবা উপজেলার মুরারীপুর এলাকায় প্রধান অতিথি থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ভিজিএফের চাল ও খেজুর বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এসময় তিনি বলেন, রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি সমাজের অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদুল ফিতর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে সেজন্য এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আশার আলো হয়ে উঠবে। তিনি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। এসময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবসেবা অভিযান রাজশাহীর প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল আলম।