পাবনায় অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

পাবনা প্রতিনিধি: পাবনায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে।
সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাবনা সদর উপজেলার চর বলরামপুর এলাকায় এসআরবি ব্রিকস নামের ইট ভাটায় অভিযান চালায়। ইট ভাটাটির অনুমোদন না থাকায় সেটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নির্দেশে গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানের শুরুতে এলাকাবাসীর তোপের মুখে অভিযান পরিচালনা করতে বেক পেতে হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর বলেন, সারাদেশে ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তার প্রেক্ষিতে আমরা নিয়মিতই ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।