ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ৫:৩১ পূর্বাহ্ন

সীমানা প্রাচীর ধসে ২ শ্রমিক নিহত

  • আপডেট: Sunday, March 16, 2025 - 12:38 am

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌরসভার রাস্তার পাশে ড্রেন নির্মাণের সময় একটি বাড়ির পুরোনো সীমানা প্রাচীর ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বেপারিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের মানিক শেখের ছেলে রাজা শেখ (৩৬)। অন্যজনের নাম জানা যায়নি। তবে তিনি সদর উপজেলা বহুলি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপারিপাড়া সড়কে পৌরসভার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। ইমরুল হাসান নামে এক ব্যক্তির বাড়ির পুরোনো সীমানা প্রাচীর ঘেঁষে ড্রেনের খনন কাজ করছিলেন শ্রমিকরা।

ওই সীমানা প্রাচীরের চেয়েও গভীর করে ড্রেন খনন কাজ করায় নিচের মাটি আলগা হয়ে প্রাচীরটি ধসে যায়। এসময় বসে যাওয়া সীমানা প্রাচীরের নিচে পড়ে যায় চার শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় চার শ্রমিককে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র বলেন, রাস্তার পাশে ড্রেন নির্মাণকালে একটি বাড়ির প্রাচীর ধসে চারজন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা গেছেন।