ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ২:৩৮ অপরাহ্ন

সিরিয়ায় বিস্ফোরণে নিহত ৮

  • আপডেট: Sunday, March 16, 2025 - 11:36 am

অনলাইন ডেস্ক:  সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ার আল-রামাল আল-জানুবীর একটি চারতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এছাড়া শনিবারের (১৫ মার্চ) এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১৪ জন।  খবর আনাদোলু এজেন্সির।

সিরিয়ার সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, লাতাকিয়ার আল-রামাল আল-জানুবি এলাকায় ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে দুই নারী এবং একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  ভবনটির নিচে একটি স্ক্র্যাপের দোকানে যুদ্ধের সময়কার অবশিষ্টাংশের কারণে বিস্ফোরণ ঘটে।

পরে পোস্টটিতে উল্লেখ করা হয়, বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে, যার মধ্যে তিনজন নারী এবং একজন শিশু রয়েছে।  তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।  এছাড়া ১৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারটি শিশু রয়েছে।

বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এটি একটি প্রাথমিক সংখ্যা।

শহরের ৩২ বছর বয়সি বাসিন্দা ওয়ার্দ জামমৌল এএফপিকে জানান, তিনি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনেন। তিনি বলেন, ‘বিস্ফোরণস্থলে গিয়ে আমি দেখি, একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

ওয়ার্দ আরও জানান, সেখানকার পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক।

ঘটনাস্থলে অগ্নিনির্বাপণকর্মী ও অ্যাম্বুল্যান্স এসে পৌঁছেছিল এবং একটি বড় জনসমাগম ছিল যারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছিল।