রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চার ব্যক্তি হলেন উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ও খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২), ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০), গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মণ্ডল (৫৮) ও ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে আব্দুস সামাদ।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন জানান, বিস্ফোরক মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে নিশানকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একই রাতে মাছ চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাবু মণ্ডলকে। এ ছাড়া টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।