ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ৩:২৬ অপরাহ্ন

নিউমার্কেটে মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি দোকান

  • আপডেট: Sunday, March 16, 2025 - 11:56 am

অনলাইন ডেস্ক: রাজশাহীর নিউমার্কেটে আগুনে ১২টির মতো দোকান পুড়ে গেছে। এগুলো কাঁচা সবজি ও মুদিদোকান। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পেছনের অংশে আগুন লাগে।

খবর পেয়ে রাত পৌনে একটা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন।

আগুন নিয়ন্ত্রণে আনার পর রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম গণমাধ্যমকে বলেন, নিউমার্কেটের পেছনের অংশের কাঁচাবাজারে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে আসেন। রাত পৌনে একটা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দিদারুল আলম জানান, আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কেউ হতাহত হননি। মার্কেটের ভেতরের অংশের কোনো দোকানের ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেন তিনি।