ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ১২:৩৪ অপরাহ্ন

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট: Sunday, March 16, 2025 - 12:34 am

নওগাঁ ব্যুরো: নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ সভা হয়। এসময় বিভিন্ন শ্রেণির পেশার মানুুষ অংশ নেন।

নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ইস্কেন্দার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,  নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এসএম রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, ব্যবসায়ী প্রতিনিধি মনিরুল হক, শিক্ষার্থী হাসিবুল হাসান রাকিব, নুসাইবা বিনতে হক প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নওগাঁ মেডিকেল কলেজের চালুর পর থেকেই বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধের অনেক অপচেষ্টা চলছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টরা সরে এসে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান বক্তারা। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয়া হয়।