ঢাকা | এপ্রিল ২২, ২০২৫ - ১১:৩৩ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

  • আপডেট: Saturday, March 15, 2025 - 11:05 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে এই মাদকের চালান জব্দ করা হয়। পুলিশ জানায়, আটককৃত দুই নারী হলেন- গোদাগাড়ী পৌরসভার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। তাদের কাছ থেকে জব্দ করা হেরোইনের বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ীতে এসেছিলেন তাহমিনা। নাজমা বেগম তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন, ঠিক তখনই পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।