স্বামী হত্যার বিচার চেয়ে তিন বছর ধরে ঘুরছেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: নাবিক স্বামী আব্দুর রহমানের হত্যার বিচার চেয়ে প্রায় ৩ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন হতভাগ্য স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের মাহমুদা নূর-এ-নাহরিন।
স্বামী হত্যার বিচার না পেয়ে সঠিক তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনে করেছেন তিনি ও আব্দুর রহমানের পরিবার।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত নাবিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর শিবপুর মহল্লার আব্দুর রহমানের বড়ভাই মেরিন ইঞ্জিনিয়ার হালিমুর রশিদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালের ১ জুন তার ভাই নাবিক আব্দুর রহমান চীনের জলসীমায় কর্তব্যরত জাহাজে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
তার সাথে জাহাজের কতিপয় সদস্যের মতবিরোধ থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এর প্রায় ৪০ দিন পর ১০ জুলাই তার মরদেহ বিমানযোগে বাংলাদেশে নিয়ে আসা হয়।
এসময় বিমানবন্দরে লাশ গ্রহণের সময় লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। কিন্তু জাহাজ কর্তৃপক্ষ ‘হক এন্ড সন্স লিমিটেড’ জানায় জাহাজে অতিরিক্ত গ্যাসের কারণে আব্দুর রহমান মারা গেছে।
তবে ময়নাতদন্ত রির্পোটে লাশের শরীরে বিষের কোন আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
এরপর বিমানবন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ বিভিন্ন অজুহাতে মামলা না নিয়ে বাদীপক্ষকে ঘুরাতে থাকে। এ নিয়ে উচ্চ আদালতে রিট দাখিল করলে আদালত ২০২৪ সালের জুন মাসে মামলাটি গ্রহণ করতে বিমানবন্দর থানাকে আদেশ প্রদান করেন।
প্রেক্ষিতে মামলাটি গ্রহণ করা হলেও কোন অগ্রগতি না করে বাদীকে হয়রানিসহ পুলিশ তাকে অপমান করে বের করে দেয়। সংবাদ সম্মেলনে মামলাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ সময় নিহত নাবিক আব্দুর রহমানের মা আম্বিয়া খাতুন ছেলে হত্যাকরীদের এবং স্ত্রী মাহমুদা নূর-এ-নাহরিন তার স্বামী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত আব্দুর রহমানের মেজভাই আব্দুর রাশেদ, শাশুড়ি জান্নাতুল মাওয়া, শশুর মরিব হোসেনহ পরিবারের সদস্যরা।