শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার ইফতার ও দোয়া মাহফিল শাপলা প্রধান কার্যালয় কনফারেন্স হল (এনেক্স-১) রাজশাহীতে অনুষ্ঠিত হয়।
সংস্থা কর্তৃক আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলীসহ সংস্থার সুহৃদ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ এর প্রতিনিধি, সমাজসেবক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আরও অন্যান্য সুধীবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আইয়ুব আলী। সকলের উদ্দেশে স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কাশফুল হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোস্তাক আম্মাম।
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি, সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের স্টাফ, অন্যান্য স্টাফ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।